WBBSE Class 9 Koshe Dekhi 7.3 Solutions | বহুপদী সংখ্যামালা

কষে দেখি ৭.৩ সমাধান | Koshe Dekhi 7.3 Class 9 Solution | Class 9 Polynomial Koshe Dekhi 7.3 Solutions | ক্লাস ৯ গণিত প্রকাশ ৭.৩ সমাধান | WBBSE Class 9 Polynomial Chapter 7 Solution | বহুপদী সংখ্যামালা কষে দেখি ৭.৩ সমাধান  | Ganit Prakash Class 9 Solution | Solution of WB Board Class 9 Polynomial Exercise 7.3 |  গণিত প্রকাশ নবম শ্রেণি কষে দেখি ৭.৩ সমাধান

Class 9 Math Koshe Dekhi 7.3 Solutions | গণিত প্রকাশ নবম শ্রেণি কষে দেখি ৭.৩ সমাধান

 

Ex 1. ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x3 -3x2+2x+5 -কে (i) x-2 (ii) x+2 (iii) 2x-1 (iv) 2x+1 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ পাব হিসাব করে লিখি।

সমাধান:

1.(i) ধরি , f(x) = x3 -3x2+2x +5

এখন x-2 = 0 ⇒ x=2

∴(x-2) বহুপদী সংখ্যামালার শূন্য 2

তাই f(x) বহুপদী সংখ্যামালাকে (x-2) দ্বারা ভাগ করলে, ভাগশেষ উপপাদ্য অনুসারে নির্ণেয় ভাগশেষ হবে

f(2) = 23 -3⋅22 +2⋅2+5 = 8-12+4 +5 = 5

সুতরাং, নির্ণেয় ভাগশেষ হল

 

1.(ii) ধরি , f(x) = x3 -3x2+2x +5

এখন x+2 = 0 ⇒ x = -2

∴(x+2) বহুপদী সংখ্যামালার শূন্য  -2 

সুতরাং, f(x) বহুপদী সংখ্যামালাকে (x+2) দ্বারা ভাগ করলে, ভাগশেষ উপপাদ্য অনুযায়ী নির্ণেয় ভাগশেষ হবে

f(-2) = (-2)3 -3(-2)2 +2(-2)+5 = -8-12-4 +5 = -19

এতএব নির্ণেয় ভাগশেষ -19 

 

1.(iii) ধরি, f(x) = x3 -3x2+2x +5

2x-1 = 0  ⇒ 2x =1  ⇒ x = 1/2

∴(2x-1) বহুপদী সংখ্যামালার শূন্য 1/2

এতএব f(x) বহুপদী সংখ্যামালাকে (2x-1) দ্বারা ভাগ করলে, ভাগশেষ উপপাদ্য অনুযায়ী নির্ণেয় ভাগশেষ হবে

$f(\frac{1}{2})$ $=(\frac{1}{2})^3-3 (\frac{1}{2})^2+2 \cdot \frac{1}{2}+5$

$=\frac{1}{8}-\frac{3}{4}+1+5$

$=\frac{1-6+8+40}{8}$

$=\frac{43}{8}$

$=5 \frac{3}{8}$

∴ নির্ণেয় ভাগশেষ $5 \frac{3}{8}$ 

 

1.(iv) ধরি , f(x) = x3 -3x2+2x +5

2x+1 = 0  ⇒ 2x = -1  ⇒ x = -1/2

∴ (2x+1) বহুপদী সংখ্যামালার শূন্য -1/2

সুতরাং f(x) বহুপদী সংখ্যামালাকে (2x+1) দ্বারা ভাগ করলে ,ভাগশেষ উপপাদ্য অনুসারে নির্ণেয় ভাগশেষ হবে

$f(-\frac{1}{2})$ $=(-\frac{1}{2})^3-3 (-\frac{1}{2})^2+2 \cdot (-\frac{1}{2})+5$

$=-\frac{1}{8}-\frac{3}{4}-1+5$

$=\frac{-1-6-8+40}{8}$

$=\frac{25}{8}$

$=3 \frac{1}{8}$

∴ নির্ণেয় ভাগশেষ $3 \frac{1}{8}$

 

Koshe Dekhi 7.3 Solution

Ex 2. ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে (x-1) দ্বারা নীচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কী কী ভাগশেষ পাব হিসাব করে লিখি।

(i) x3-6x2+13x+60

(ii) x3-3x2+4x+50

(iii) 4x3+4x2-x-1

(iv) 11x3 -12x2-x+7

সমাধান:

2.(i) ধরি, f(x) = x3-6x2+13x+60

x-1 = 0  ⇒ x=1

∴ (x-1) বহুপদী সংখ্যামালার শূন্য 1 

সুতরাং ভাগশেষ উপপাদ্য অনুসারে f(x) বহুপদী সংখ্যামালাকে (x-1) দ্বারা ভাগ করলে নির্ণেয় ভাগশেষ:

f(1) = 13 -6⋅12 +13⋅1 +60 = 1- 6 +13+60 = 68

∴ নির্ণেয় ভাগশেষ 68

 

2.(ii) ধরি , f(x) = x3-3x2+4x+50

এখন, x-1 = 0 

⇒ x=1

⇒ (x-1) বহুপদী সংখ্যামালার শূন্য 1 

∴ f(x)বহুপদী সংখ্যামালাকে (x-1) দ্বারা ভাগ করলে, ভাগশেষ উপপাদ্য অনুসারে নির্ণেয় ভাগশেষ:

f(1) = 13 -3⋅12+4⋅1 +50 = 1-3+4 +50 = 52

∴ নির্ণেয় ভাগশেষ 52

 

2.(iii) ধরি , f(x) = 4x3+4x2-x-1

মরা জানি (x-1) বহুপদী সংখ্যামালার শূন্য 1 

∴ f(x)বহুপদী সংখ্যামালাকে (x-1) দ্বারা ভাগ করলে, ভাগশেষ উপপাদ্য অনুযায়ী নির্ণেয় ভাগশেষ:

f(1) = 4⋅13+4⋅12 -1-1 = 4+4 -1-1 = 6

∴ নির্ণেয় ভাগশেষ 6

 

2.(iv) ধরি ,f(x) = 11x3-12x2-x+7

x-1 = 0  ⇒ x=1

⇒ (x-1) বহুপদী সংখ্যামালার শূন্য 1

∴ ভাগশেষ উপপাদ্য অনুসারে f(x)বহুপদী সংখ্যামালাকে (x-1) দ্বারা ভাগ করলে নির্ণেয় ভাগশেষ হবে

f(1) = 11⋅13-12⋅12-1 +7 = 11 -12 -1+7 = 5

∴ নির্ণেয় ভাগশেষ 5

 

কষে দেখি ৭.৩ সমাধান

Ex 3.  ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি যখন –

3.(i) (x-3) দ্বারা (x3-6x2+9x-8) বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয় ।

সমাধান:

ধরি, f(x) = x3-6x2+9x-8

x-3 =0  ⇒ x = 3

⇒ (x-3) বহুপদী সংখ্যামালার শূন্য 3

∴ f(x) বহুপদী সংখ্যামালাকে (x-3) দ্বারা ভাগ করলে, ভাগশেষ উপপাদ্য অনুসারে নির্ণেয় ভাগশেষ হবে

f(3) = 33 – 6⋅32 + 9⋅3 – 8

      = 27 – 54 + 27 – 8

      = -8

সুতরাং নির্ণেয় ভাগশেষ -8

 

3.(ii) (x-a) দ্বারা  (x3-ax2+2x-a) বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয় ।

সমাধান:

ধরি, f(x) = x3-ax2+2x-a

x-a =0  ⇒ x = a

⇒ (x-a) বহুপদী সংখ্যামালার শূন্য a 

∴ f(x)বহুপদী সংখ্যামালাকে (x-a) দ্বারা ভাগ করলে, ভাগশেষ উপপাদ্য অনুসারে নির্ণেয় ভাগশেষ:

f(a) = a3 -a⋅a2 + 2⋅a – a

      = a3 – a3 + 2a – a

      = a

এতএব নির্ণেয় ভাগশেষ a

 

ক্লাস ৯ কষে দেখি ৭.৩ সমাধান

Ex 4.  ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে p(x) = 4x3+4x2-x-1 বহুপদী সংখ্যামালা (2x+1) -এর গুনিতক কিনা হিসাব করে লিখি।

সমাধান:

p(x) = 4x3+4x2-x-1

এখন, 2x+1 = 0  ⇒ 2x= -1 ⇒ x= -1/2

(2x+1) বহুপদী সংখ্যামালার শূন্য -1/2

এতএব p(x) বহুপদী সংখ্যামালাকে (2x+1) দ্বারা ভাগ করলে, ভাগশেষ  উপপাদ্য অনুযায়ী নির্ণেয় ভাগশেষ হবে

$p(-\frac{1}{2})$ $=4(-\frac{1}{2})^3 +4 (-\frac{1}{2})^2- (-\frac{1}{2})-1$

$=-\frac{1}{2}+1+\frac{1}{2}-1$

$=0$

যেহেতু নির্ণেয় ভাগশেষ 0, তাই p(x) বহুপদী সংখ্যামালা (2x+1) -এর গুনিতক।

 

কষে দেখি ৭.৩ ক্লাস ৯ সমাধান

Ex 5. (x-4) দ্বারা (ax3+3x2-3) এবং (2x3-5x+a) বহুপদী সংখ্যামালাদ্বয়কে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে a এর মান কী হবে তা হিসাব করে লিখি।

সমাধানঃ

ধরি, f(x) = ax3 +3x2-3 এবং g(x) = 2x3 -5x+a

x-4=0  ⇒ x=4

⇒ (x-4) বহুপদী সংখ্যামালার শূন্য 4 

∴ f(x) বহুপদী সংখ্যামালাকে (x-4) দ্বারা ভাগ করলে, ভাগশেষ  উপপাদ্য অনুসারে নির্ণেয় ভাগশেষ: f(4) = a⋅43 + 3⋅42 -3 = 64a+48 -3 = 64a+45

অন্যদিকে, g(x) বহুপদী সংখ্যামালাকে (x-4) দ্বারা ভাগ করলে, ভাগশেষ উপপাদ্য অনুসারে নির্ণেয় ভাগশেষ: g(x) = 2⋅43-5⋅4 +a = 128 -20 +a = 108+a

শর্তানুসারে, f(4) =g(4)

⇒ 64a +45 = 108 +a

⇒ 64a-a = 108-45

⇒ 63a = 63

⇒ a = 1

 

Ex 6. x3+2x2 -px-7এবং x3 +px2 -12x +6 এই দুটি বহুপদী সংখ্যামালাকে যথাক্রমে (x+1) ও (x-2) দ্বারা ভাগ করলে যদি R1 ও R2 ভাগশেষ পাওয়া যায় এবং যদি 2R1 +R2 = 6 হয়, তবে P এর মান কত হিসাব করে লিখি।

সমাধান:

ধরি, f(x) = x3+2x2 -px-7 এবং g(x) = x3 +px2 -12x +6

এখন x-4=0  ⇒ x=4. সুতরাং (x-4) বহুপদী সংখ্যামালার শূন্য 4 

আবার, (x-2) = 0

⇒ x =2

⇒ (x-2)বহুপদী সংখ্যামালার শূন্য 2

এখন f(x) বহুপদী সংখ্যামালাকে (x+1) দ্বারা ভাগ করলে, ভাগশেষ  উপপাদ্য অনুসারে নির্ণেয় ভাগশেষ: f(-1) = (-1)3+2(-1)2 -p(-1)-7 = -1+2 +p -7 = p -6

∴ R1 = p-6

অন্যদিকে, g(x) বহুপদী সংখ্যামালাকে (x-2) দ্বারা ভাগ করলে, ভাগশেষ  উপপাদ্য অনুসারে নির্ণেয় ভাগশেষ: g(2) = 23 +p⋅22– 12⋅2 +6 = 8 +4p -24 +6 = 4p-10

∴ R2 = 4p-10

যেহেতু 2R1 +R2 = 6, আমরা পাই

2(p-6) +(4p-10) = 6

⇒ 2p-12 +4p-10 = 6

⇒ 6p = 6+12+10 =28

⇒ p = 28/6 =14/3 $=4\frac{2}{3}$

∴ p এর মান $4\frac{2}{3}.$

 

Ex 7. x4 -2x3+3x2-ax +b বহুপদী সংখ্যামালাকে (x-1) এবং (x+1) দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 এবং 19 হয় । ওই বহুপদী সংখ্যামালাকে (x+2) দ্বারা ভাগ করলে কত ভাগশেষ হবে  হিসাব করি।

সমাধান:

ধরি, f(x) = x4 -2x3+3x2-ax +b

এখন, x-1=0 ⇒ x = 1

∴ (x-1) বহুপদী সংখ্যামালার শূন্য 1

আবার, x+1 =0 ⇒ x = -1

∴ (x+1) বহুপদী সংখ্যামালার শূন্য -1

f(x) বহুপদী সংখ্যামালাকে (x-1) দ্বারা ভাগ করলে ভাগশেষ 5 । সুতরাং ভাগশেষ  উপপাদ্য অনুযায়ী, আমরা পাই

f(1) = 5

⇒ 14 -2⋅13 +3⋅12 -a⋅1 +b  = 5

⇒ 1-2+3-a+b = 5

⇒ b-a = 3 …(i)

অন্যদিকে, f(x) বহুপদী সংখ্যামালাকে (x+1) দ্বারা ভাগ করলে ভাগশেষ হল 19 । সুতরাং ভাগশেষ  উপপাদ্য অনুযায়ী, আমরা পাই

f(-1) = 19

⇒ (-1)4-2(-1)3+3(-1)2-a(-1) +b = 19

⇒ 1+2+3+a+b = 19

⇒ a+b = 13 …(ii)

(i)+(ii) করে পাই ,

b-a+a+b = 3+13

⇒ 2b = 16

⇒ b = 8

∴ (i)নং সমীকরণ থেকে পাই, a=b-3 =8-3=5

সুতরাং a = 5 এবং b = 8

∴f(x) = x4 -2x3+3x2-5x +8

মরা জানি, x+2 বহুপদী সংখ্যামালার শূন্য -2

ভাগশেষ  উপপাদ্য অনুযায়ী f(x) বহুপদী সংখ্যামালাকে (x+2) দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে: f(-2) = (-2)4 -2(-2)3 +3(-2)2 -5(-2) +8 = 16 +16+12 +10+8 = 62

∴ নির্ণেয় ভাগশেষ 62 

 

Ex 8. যদি $f(x)=\frac{a(x-b)}{a-b}+$ $\frac{b(x-a)}{b-a}$ হয় তাহলে দেখায় যে f(a)+f(b)=f(a+b).

সমাধান:

WBBSE Class 9 Math Koshe Dekhi 7.3 Ex8 Solution

 

Ex 9. f(x) =ax+b এবং f(0)= 3, f(2) = 5 হলে, a ও b -এর মান নির্ণয় করি।

সমাধান:

f(x) =ax+b

f(0)= 3 

a⋅0 +b= 3

⇒ b = 3

আবার, f(2) = 5 ⇒ a⋅2+b = 5

⇒ 2a +3 = 5 [যেহেতু b = 3 ]

⇒ 2a = 2

⇒ a = 1

∴ a এবং b এর মান হল যথাক্রমে 1 এবং 3.

 

Ex 10. f(x) = ax2 +bx+c এবং f(0) = 2, f(1) = 1 ও f(4) = 6 হলে, a, b ও c এর মান নির্ণয় করি।

সমাধান:

f(x) = ax2 +bx+c

এখন, f(0 ) = 2

⇒ a⋅0+b⋅0+ c= 2

⇒ c = 2

আবার, f(1) = 1

∴ a⋅12 +b⋅1 +c = 1

⇒ a+b+2 = 1 [যেহেতু c = 2]

⇒ a+b = -1 …(i)

অন্যদিকে, f(4) =6

∴ a⋅42 +b⋅4+c = 6

⇒ 16a +4b +2 = 6 [যেহেতু c = 2]

⇒ 16a+4b = 4 

⇒ 4a+b = 1 …(ii)

(i) – (ii) করে পাই,

4a+b – (a+b) = 1 – (-1)

⇒ 3a = 2

a = 2/3

∴ (i)নং সমীকরণ থেকে পাই, b= -1-a = -1-2/3 = -5/3

সুতরাং a = 2/3, b=-5/3 এবং c=2

 

Ex 11. বহু বিকল্পীয় প্রশ্ন: (M.C.Q)

11.(i) নীচের কোনটি একচলবিশিষ্ট বহুপদী সংখ্যামালা

(a) $x+\frac{2}{x}+3$

(b) $3\sqrt{x}+\frac{2}{\sqrt{x}}+5$

(c ) √2 x2 -√3x +6

(d) x10+ y5+8

সমাধান: (c ) √2 x2 -√3x +6

 

11.(ii) নীচের কোনটি বহুপদী সংখ্যামালা

(a) x-1

(b) $\frac{x-1}{x+1}$

(c ) x2 $-\frac{2}{x^2}+5$

(d) $x^2+\frac{2x^{\frac{3}{2}}}{\sqrt{x^2}}+6$

সমাধান: (a) x-1

 

11.(iii) নীচের কোনটি রৈখিক বহুপদী সংখ্যামালা

(a) x+x2

(b) x+1

(c ) 5x2-x+3

(d) x+ 1/x

সমাধান: (b) x+1

 

11.(iv) নীচের কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা

(a) √x -4

(b) x3+x

(c) x3+2x+6

(d) x2+5x+6

সমাধান: (d) x2+5x+6

 

11.(v)  √3 বহুপদী সংখ্যামালার মাত্রা

(a) 1/2

(b) 2

(c ) 1

(d) 0

সমাধান: (d) 0

 

Ex 12. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন:

12.(i) p(x) = 2x-3 বহুপদী সংখ্যামালার শূন্য কত লিখি।

সমাধান:

p(x) = 2x-3 = 0

⇒ 2x = 3

⇒ x = 3/2

∴ p(x) = 2x-3 বহুপদী সংখ্যামালার শূন্য 3/2

 

12.(ii) p(x) = x+4 হলে, p(x) +p(-x) এর মান কত লিখি।

সমাধান:

p(x) = x+4

∴ p(-x) = -x+4

সুতরাং p(x)+p(-x) = x+4-x+4 = 8

 

12.(iii) x3+4x2+4x-3 বহুপদী সংখ্যামালাকে x দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে লিখি।

সমাধান:

ধরি, f(x) = x3+4x2+4x-3

মরা জানি, x বহুপদী সংখ্যামালার শূন্য = 0

ভাগশেষ  উপপাদ্য অনুযায়ী f(x) বহুপদী সংখ্যামালাকে x দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে

f(0) = 03 +4⋅02 +4.0 -3 = -3

 

12.(iv) (3x-1)7 = a7x7+a6x6+a5x5+…….. + a1x +a0 হলে,  a7+a6+a5+a4+……+a0 -এর মান লিখি। (যেখানে a7, a6, a5,…,a0 ধ্রুবক)

সমাধান:

(3x-1)7 = a7x7+a6x6+a5x5+…….. + a1x +a0

উভয়পক্ষে x=1 বসিয়ে পাই,

(3⋅1 -1)7 =  a7⋅17+a6⋅16 +a5⋅15 + … + a1⋅1 +a0

⇒ 27 = a7+a6+a5+a4+……+a0

⇒ 128 =  a7+a6+a5+a4+……+a0

∴ a7+a6+a5+a4+…+aএর মান 128

 

West Bengal Board Class 9 Math Solutions In Bengali. Gonit Prokash Class 9 Chapter 7 Polynomials Exercise 7.3 Solutions. বহুপদী সংখ্যামালা কষে দেখি ৭.৩ সমাধান।

Spread the love

Leave a Comment